চাঁদপুর প্রেসক্লাব

আজ চাঁদপুর প্রেসক্লাবের উদ্যান ও পাঠাগার উদ্বোধন

আজ শনিবার (৩০ নভেম্বর) চাঁদপুর প্রেসক্লাবের সংস্কারকৃত উদ্যান ও পাঠাগার উদ্বোধন করা হবে। বিকেল ৪টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে উদ্যান ও তৃতীয় তলায় পাঠাগারের উদ্বোধন করবেন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডেফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। পরে প্রেসক্লাব মিলনায়তনে ড. মো. সবুর খান সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মিলিত হবেন।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন প্রেসক্লাবের সর্বস্তরের সদস্যসহ সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ডেফোডিল ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খানের উদ্যোগে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যানের সংস্কার করা হয়েছিলো।

৩০ নভেম্বর, ২০২৪।

Scroll to Top